বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাচসাস’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে ১৯ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের সংকট কেটে গেছে, দেশের গণ্ডি পেরিয়ে এদেশের চলচ্চিত্র বর্হিবিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। চলচ্চিত্র শিল্পের আরো উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাচসাস।







