এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বগুড়ার শহর ও বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে আসা ৫০০ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে দিনব্যাপী মোটিভেশনাল সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৩ আগস্ট দিনব্যাপী এ আয়োজনটি করে সামাজিক সংগঠন ভিবিডি, রোপ, মেধা ও স্বপ্ন পূরণ স্কুল। কারিগরি সহযোগিতা দেয় সংগঠন ‘সমষ্টি’। সেদিন সকাল থেকে আয়োজনে শিক্ষার্থীদের জন্য উদ্বুদ্ধকরণ সেশনসহ নানা কর্মসূচি ছিল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আরডিএর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. অলি উল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, আরডিএর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, টেকনিক্যাল অ্যাডভাইজার এ. কে. এম. জাকারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, নিউরনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ শফিকুত তারিক, মেধা ফাউন্ডেশনের পরিচালক এনামুল হক, রোপের পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী এবং স্বপ্ন পূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনশেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।







