চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’র রেজিস্ট্রেশন কবে থেকে শুরু?

প্রায় চার বছর পর আবারও আসছে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার নতুন আসর। নতুন সিজনের ঘোষণা দিতেই নাম লিপিবদ্ধ করতে মুখিয়ে আছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিল্পীরা। নিয়মিত খবর রাখছেন, কবে থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন!

এ বিষয়ে সর্বশেষ আয়োজিত চ্যানেল আই সেরাকণ্ঠ’র প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানান, চলতি মাসেই আমরা সেরাকণ্ঠ আয়োজনের ঘোষণা দিয়েছি। খুব শিগগির আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবো। ইচ্ছুক প্রতিযোগীদের আমরা আরেকটু ধৈর্য্য ধরতে অনুরোধ করছি।

Bkash July

এসময় সম্ভাব্য প্রতিযোগীদের সতর্ক করে ইজাজ খান স্বপন আরও বলেন, চ্যানেল আই সেরাকণ্ঠে রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি দিতে হয় না। প্রতিযোগীরা খুব সহজেই একেবারে বিনামূল্যে অনলাইনে এটি সম্পন্ন করতে পারেন। কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে, একটি সুযোগসন্ধানী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লোজ গ্রুপ করে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং সেরাকণ্ঠে রেজিস্ট্রেশনের নাম ভাঙিয়ে টাকা চাইছে। আমরা বলতে চাই, যে কোনো ধরনের প্রতারণার ফাঁদে যেন কেউ না পড়েন।

সেরাকণ্ঠ সম্পর্কে সঠিক তথ্য পেতে এসময় তিনি সম্ভাব্য প্রতিযোগীদের উদ্দেশে বলেন, সেরাকণ্ঠের রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি, খুব শিগগির সেটা শুরু হবে। এ সংক্রান্ত সমস্ত আপডেট চ্যানেল আই টেলিভিশন, চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আইয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া হবে।

Labaid
BSH
Bellow Post-Green View