এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে দুই লেগে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল দ্বিতীয় লেগ খেলেছিল সিটির বিপক্ষে। ওই ম্যাচ চলাকালীন সমর্থকদের ‘বৈষম্যমূলক আচরণে’ উয়েফার শাস্তি পেল রিয়াল।
উয়েফা আপিল বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। শাস্তি হিসেবে রিয়ালকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী হোম ম্যাচে স্টেডিয়ামে ৫০০টি সিট খালি রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৪ মার্চ রাউন্ড অব সিক্সটিনে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হবে তারা। ম্যাচে শাস্তি কার্যকর হবে।
বিবৃতিতে উয়েফা বলেছে, ‘সমর্থকদের বৈষম্যমূলক আচরণের কারণে রিয়াল মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের স্টেডিয়ামের আংশিক বন্ধ করার আদেশ দেয়া হয়েছে (কমপক্ষে ৫০০ সিট)।’
৪ মার্চ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে অ্যাটলেটিকোকে আতিথ্য দেবে রিয়াল। ১২ মার্চ নগর প্রতিদ্বন্দ্বীর মাঠে গিয়ে খেলবে লস ব্লাঙ্কোসরা।








