এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আন্তর্জাতিক বিরতির পর গেটাফের বিপক্ষে জয়ে লা লিগা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপের একমাত্র গোলে দুই লাল কার্ড দেখা গেটাফের বিপক্ষে রিয়াল ১-০ ব্যবধানে জয় পায়।
লিগে চলতি মৌসুমের নবম ম্যাচে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি গেটাফের মাঠ থেকে জয়ে ফিরেছে। রোববার রাতে রিয়ালের জয়সূচক গোলটি এমবাপে করেন ৮০ মিনিটে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে দুদলের। দ্বিতীয়ার্ধে স্বাগতিক গেটাফের অ্যালান নিওম ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখেন। যার তিন মিনিট পর এমবাপে বল জড়ান গেটাফের জালে।
১০ জন নিয়ে পিছিয়ে পড়া গেটাফের অ্যালেক্স স্যানক্রিস আবারও ভিনিসিয়াসকে ফাউল করে লাল কার্ড দেখেন ৮৪ মিনিটে। নিজেদের মাঠে দুই লাল কার্ড দেখে শেষ অবধি সমতায় ফিরতে পারেনি গেটাফে।
৭৫% বল দখলে রেখে রিয়াল ১০ বার গেটাফের গোলবার লক্ষ্য করে বল পাঠায়। এমবাপে এদিন ফ্রান্স ও রিয়ালের হয়ে চলতি মৌসুমে পেয়েছেন টানা ১১ ম্যাচে গোল। সাত ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।
নয় ম্যাচে আট জয় ও এক পরাজয় নিয়ে ২৪ পয়েন্টে লা লিগা টেবিলের একে রিয়াল। বার্সেলোনা সমানসংখ্যক ম্যাচে সাত জয়, এক ড্র ও এক পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।








