কোপা ডেল রে’র ফাইনালের আগে রেফারি রিকার্ডো ডি বারগোস ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গঞ্জালেসের মন্তব্যের জেরে ম্যাচের আগেরদিন পরিস্থিতি ছিল উত্তপ্ত। অনুশীলন ও সংবাদ সম্মেলনসহ ম্যাচের আগের সকল আনুষ্ঠানিকতা বর্জন করে রিয়াল মাদ্রিদ। রেফারি পরির্তনেরও দাবি জানায়, যদিও সাড়া মেলেনি। চলতি মৌসুমে বার্সার সঙ্গে আগের দু-দেখায়ও হেরে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির চোটজর্জর দলটিকে। সবকিছু মিলিয়ে চলতি মৌসুমে আর বার্সার বিপক্ষে যে জয়ের ধারায় ফিরতে পারবে না রিয়াল, আগেই বুঝতে পেরেছিলেন বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল।
সেভিয়ার মাঠ দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতের রোমাঞ্চকর এল ক্ল্যাসিকো ফাইনালে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। ২৪টির বেশি নেই আর কারো।
পেদ্রির চমৎকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় রিয়াল। ফ্রি-কিকে নিজের প্রথম গোলে কাইলিয়ান এমবাপে সমতা ফেরানোর পর এগিয়ে নেন অরেলিয়ে শুয়ামেনি।
সেসময়ে অবশ্য রিয়ালকেই শ্রেয়তর দল মনে হচ্ছিল। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান ফেররান তরেস। এরপর হুলস কৌন্ডের গোল গড়ে দেয় ব্যবধান।
জয়ের পর আত্মবিশ্বাসের গল্পই শোনালেন ১৭ বর্ষী ইয়ামাল। বলেছেন, ‘আমরা যখন হোটেলে কথা বলছিলাম, তখন রোনাল্ড আরাউজোকে বলেছিলাম, যদি তারা একটি গোল করে, তাহলে কোন সমস্যা নেই। যদি দুটি গোল করে? তাতেও কোন সমস্যা নেই। তারা এবছর আমাদের সামলাতে পারবে না এবং সেটাই আমরা করে দেখিয়েছি।’
চলতি মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল বার্সেলোনা। প্রথমটি জিতে নিলো তারা, এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল। কোপা ডেল রে’তেও শিরোপা জিততে না পারায় তাদের সম্ভাবনা বেঁচে আছে কেবল লা লিগায়। সেখানে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে তারা। আছে বার্সার সাথে ম্যাচও। মৌসুমের শেষ এল ক্ল্যাসিকো হবে ১১মে, বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।







