এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পেশাদার ফুটবলে ১৯ মৌসুম পার করে দিয়েছেন লুকা মদ্রিচ। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেই ১৩ মৌসুম খেলেছেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি। লস ব্লাঙ্কোসদের ডেরা ছেড়ে একবছরের চুক্তিতে ইউরোপের আরেক জায়ান্ট এসি মিলানে গেছেন ৩৯ বর্ষী মিডফিল্ডার। ইতালির ক্লাবটিতে গড়পড়তা খেলার জন্য নয়, বরং লক্ষ্য অর্জন করতেই এসেছেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ বলেছেন, ‘মিলান গড়পড়তা খেলায় সন্তুষ্ট দল নয়। এখানে শিরোপার জন্য বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। ক্লাবটির নজর সবসময় শিরোপার দিকে থাকে এবং এ কারণেই এখানে এসেছি।’
‘শৈশবেই প্রচুর ইতালীয় লিগ দেখে বড় হয়েছি। তখন থেকে আমার প্রিয় দলগুলোর একটি মিলান। ক্রোয়েশিয়ায় আমরা মিলানকে অনেকবেশি অনুসরণ করতাম, কারণ ওই সময়ে এটি ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব। জভোনিমির বোবান ছিলেন আমার আদর্শ।’
‘এখানে যা কিছু করতে চাই তা হল- শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। সতীর্থদের প্রতিটি দিক থেকে সহযোগিতা করা, কঠোর পরিশ্রম করা এবং দলে নিজের অবস্থান শক্ত করাই আমার লক্ষ্য। জীবনে কোনকিছুই সহজে আসে না, পরিশ্রম করতেই হবে, লড়াই চালিয়ে যেতে হবে।’
রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ২৮ শিরোপা জেতা মদ্রিচ গত মৌসুমে ৬৩ ম্যাচে করেন ৪ গোল। সতীর্থদের দিয়ে আরও ৯ গোল করান তারকা মিডফিল্ডার। মিলানের সান সিরোয় পদচিহ্ন রেখে যাওয়ার লক্ষ্যে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।








