চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে লিভারপুলকে গোলবন্যায় ডুবিয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে ৫-২ গোলে জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগেও অলরেডদের হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দুই জয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে ঘরের মাঠে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে জয়সূচক গোলটি করেছেন করিম বেনজেমা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রেখেছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি।

Bkash July

বার্নাব্যুতে সমানতালেই লড়েছে দুদল। বল দখলে প্রিমিয়ার লিগ জায়ান্টদের থেকে কিছুটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধজুড়ে ছিল আক্রমণ–প্রতি আক্রমণ। শুধু জালের দেখা পায়নি কোন দল। গোলশূন্য সমতায় আসে বিরতি।

বিরতির পরও চলতে থাকে লড়াই। প্রথম লেগে গোলবন্যায় ডোবা দলটি হোঁচট খায় ৭৮ মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে আসা বলে গোল আদায় করে স্বাগতিকদের এগিয়ে নেন বেনজেমা। লিভারপুল ম্যাচে ফেরার চেষ্টায় ছিল মরিয়া। সুযোগও তৈরি করেছিল কয়েকবার। কাজে লাগাতে না পারায় ১-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Labaid
BSH
Bellow Post-Green View