এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে লিগ টেবিলে তলানিতে থাকা লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে টেবিল টপার চোটজর্জর রিয়াল। এমন জয়ে তরুণ খেলোয়াড়রা অবদান রাখায় খুশি কোচ কার্লো আনচেলত্তি। জয়ে সেমিফাইনালে উঠে গেছে লস ব্লাঙ্কোসরা।
প্রথমার্ধের ১৮ মিনিটে গোলের খাতা খোলেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। সেটাকে টেনে ২৫ মিনিটে ২-০ ব্যবধান করেন তরুণ ব্রাজিলিয়ান এড্রিক। প্রথমার্ধে একটি গোল শোধ করেন জুয়ান কার্জ। ৫৯ মিনিটে স্কোর সমান করেন কার্জ, পেনাল্টি থেকে গোল করে। নাটকের বাকি তখনও, নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো গার্সিয়া, ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
জয়ের পর কার্লো আনচেলত্তি তরুণদের অবদান স্বীকার করে বলেছেন, ‘ম্যাচটি দারুণ প্রতিযোগিতাপূর্ণ ছিল। আমরা বেশ ভুগেছিলাম, জ্যাকব কিছুটা ভয় পাচ্ছিলো। তারপর সব ঠিক হয়ে যায়। তরুণ খেলোয়াড়রা যা করেছে তা নিয়ে আমরা খুশি।’
‘তাদের ভুল হতে পারে, কিন্তু তারা দলে অবদান রেখেছে। এটি আমাদের জন্য কঠিন মুহূর্ত এবং তাদের প্রয়োজন দলের জন্য প্রয়োজন। আজকের খেলার মতো এমনভাবে আমাদের বিষয়টিকে অতিক্রম করতে হবে।’
লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ নামবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামতে হবে দলটিকে।








