চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আয় কমলেও লাভেই আছে রিয়াল

KSRM

গত মৌসুমে ক্লাব বিশ্বকাপ ছাড়া অন্যকোনো শিরোপা জিততে না পারলেও আর্থিক দিক থেকে লাভবান হয়েছে লা লিগার রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ১৮ লাখ ইউরো আয় করেছে বার্নাব্যুর ক্লাবটি।

রিয়াল জানিয়েছে, স্বাভাবিকভাবে এই আয় হলেও ২০২১-২২ মৌসুমের তুলনায় ১০ লাখ ইউরো কম লাভ হয়েছে তাদের। সেসময় করোনা মহামারী থাকলেও গত মৌসুমের তুলনায় ক্লাবের আয়ের পরিমাণ বেশি ছিল।

কোভিড মহামারীর নেতিবাচক প্রভাব এবং ২০২৩ সালে শেষ হতে চলা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পে ৮৯ কোটি ৩০ লাখ ইউরো ব্যয় করেছে রিয়াল। যা ২০১৮-১৯ মৌসুমের চেয়ে ১৩ শতাংশ কম। তবে বিপণনসহ অন্যান্য ব্যবসায়িক খাত থেকে আয় বেড়েছে ক্লাবটির। গত চার অর্থবছরে টানা লাভের মুখ দেখেছে স্প্যানিশ ক্লাবটি।

বর্তমানে রিয়াল তাদের নেট মূল্য ধরেছে ৫৫ কোটি ৮০ লাখ ইউরো। গত মৌসুমের চেয়ে যা ১ কোটি ২০ লাখ ইউরো বেশি। স্টেডিয়ামের সংস্কার প্রকল্প বাদ দিয়ে গত ৩০ জুন পর্যন্ত তাদের নেট ঋণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ইউরো।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View