এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লা লিগায় ভালো করতে না পারার সঙ্গে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে চাকরি খুইয়েছেন জাভি আলোনসো। রিয়াল মাদ্রিদের কোচের পদ হারানোর পর স্প্যানিশদের বিশ্বকাপজয়ী সাবেক বলেছেন, রিয়ালের কোচিং করানো সম্মানের ও একই সাথে আমার দায়িত্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোনসো লিখেছেন, ‘পেশাদার কোচিং করানোর এই পর্যায়টি শেষ হয়েছে এবং এই পদ্ধতিটি আমাদের সম্পর্ক অনুযায়ী পছন্দমতো হয়নি। রিয়াল মাদ্রিদকে কোচিং করানো আমার জন্য প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
‘আমি ক্লাব, খেলোয়াড় এবং সর্বোপরি মাদ্রিদ সমর্থকদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি সম্মান, আত্মমর্যাদা এবং ক্লাবে আমার সেরাটা দিয়ে গর্বের সাথে চলে যাচ্ছি।’
রিয়ালের হয়ে অসংখ্য ট্রফি জেতা আলোনসো ২০২৫ সালের জুনে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন থেকে কোচ হিসেবে আসেন। একবছরে রিয়ালের ডাগ আউটে ৩৪ ম্যাচে ছিলেন, মঙ্গলবার তাকে বহিষ্কার করেছে লস ব্লাঙ্কোস কর্তৃপক্ষ।









