এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমদিকে তিন গোল করে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। শেষদিকে আলাভেস পরপর দুটি গোল করে রিয়ালকে ধরার চেষ্টা করেছিল। এমন গোল হজমের পর কোচ কালো আনচেলত্তি বলেছেন, ফুটবলে এমন হয়েছে অনেকবারই।
‘শুধু এই কারণেই এটি ফুটবল, ফুটবল এমনই। যখন মনে করেন খেলা শেষ, সেসময় একটি ছোট ভুল প্রথম গোল করার জন্য যথেষ্ট এবং প্রতিদ্বন্দ্বী দলের আত্মবিশ্বাস ও নিজের অবিশ্বাস বেরিয়ে আসে।’
‘ফুটবলে এমনটা হয়েছে অনেকবার। আমরা চাই না ঘটনা এমন হোক, তবে কখনও কখনও এটি ঘটতে পারে। এটি উল্লেখ করার মতো যে ভালো খেলেছে, যা দলটির জন্য খুব ভালো। খুব ভালো খেলেছে এবং সেটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’
ম্যাচে প্রথম মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন অধিনায়ক লুকাস ভাসকুয়েজ। ৪০ মিনিটে গোল করেন কাইলিয়ান এমবাপে। ৪৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান রদ্রিগো গোয়েস। চমক আসে ৮৫ ও ৮৬ মিনিটে, পরপর দুটি গোল করেন আলাভেসের কার্লোস বেনাভিদেজ ও কিকে গার্সিয়া।







