চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বারবার হেনস্তা হচ্ছি: রাজ

পরীমণির কাছ থেকে ডিভোর্স লেটার বুঝে পেয়েছেন রাজ। এবার পরীর তোলা সব অভিযোগ নিয়ে সরব ‘পরাণ’ এর এই নায়ক

KSRM

বিয়ের পর থেকে সম্পর্কে নানামাত্রিক টানাপোড়েন প্রকাশ পেতে শুরু করে তারকা দম্পতি শরিফুল রাজ এবং পরীমনির সংসারে। গত কয়েকমাস ধরে তারা আলাদা থাকছিলেন। এবার পরীমনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি শরিফুল রাজের সঙ্গে সংসার করবেন না। এ কারণে ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

সেখানে পরীমনি উল্লেখ করেছেন মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজ খবর না নেওয়া, মানসিক অশান্তির কারণে রাজের সঙ্গে অফিশিয়ালি সম্পর্ক ছিন্ন করছেন। তবে ডিভোর্সকে কেন্দ্র করে নিজের ফেসবুকে রাজের বিরুদ্ধে ‘পা ধরে মাফ চাওয়া’সহ বিভিন্ন অভিযোগ আনছেন পরী। স্ত্রী হিসেবে পরীকে সম্মান জানালেও এসব অভিযোগকে মিথ্যাচার বলছেন শরিফুল রাজ।

Bkash

তার ভাষ্য, ‘আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বারবার হেনস্তা হচ্ছি।’ রাজ বলেন, একজন মানুষ হিসেবে বলছি আমি কোনো কিছু বলার আগে দেখি অসংখ্য নিউজ হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে ভুলভাল বক্তব্য দিয়ে অনেকে লিখে যাচ্ছে, অথচ আমি কারও সঙ্গে কোনো কথা বলিনি। একটা টু শব্দও করিনি।

‘দামাল’ খ্যাত এই তারকা বলেন, আমি বলতে চাই, আমাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমাকে নিয়ে বিতর্ক না করে তালাকের যে নোটিশ দেয়া হয়েছে, এটা সত্য। সত্যটার সঙ্গে আমাদের সবার থাকা উচিত। আমি এই সত্যের সঙ্গে আছি।

Reneta June

রাজকে স্বার্থপর ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পরী। এ প্রসঙ্গে রাজ বলেন, আমাকে ডিভোর্স দিয়েছে ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে মিথ্যাচার না করলে ভালো হয়। কারণ, আমারও একটা পরিবার আছে। সেখানে মা বাবা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আছেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিয়ের পর পরী বা বাবুকে ছাড়া অন্য কিছু ভাবিনি। একটা বছর আমি আমার কাজ থেকে দূরে ছিলাম।

তিনি আরও বলেন, ফোন ধরতাম না, কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। যতটুকু পেরেছি স্ত্রী ও সন্তানের যত্ন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে পরীর এ ধরনের মিথ্যাচার করার সুযোগ নেই। আমি এমন কিছু করিনি, যার জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে। আমি বারবার হেনস্তা হয়েছি। এসব নিয়ে আর বলতেও চাই না। তবে এখন পরী যেটা চাচ্ছে, সেটার প্রতি শ্রদ্ধা আছে। সম্পূর্ণ শ্রদ্ধা আছে। এর বাইরে অন্য অভিযোগ এলে তা আমি প্রশ্রয় দিতে চাই না।

পরীর দেওয়া ডিভোর্স লেটার পেয়ে চারদিন পর মুখ খুলেছেন শরিফুল রাজ। লিখিত বক্তব্য দিয়ে বলেছেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

দর্শকের উদ্দেশ্যে রাজ বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শুটিংয়ে পরিচয়ের সাতদিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেল বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View