বেশ কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।
যদিও এতদিন বিষয়টি নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা। এবার জানা গেল, বাগদানকে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন এই হবু দম্পতি।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিশাল একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রাশমিকা-বিজয়। বিয়ের দিন-তারিখ নিয়ে ইন্টারনেটে ঝড় বইছে। এ নিয়ে রাশমিকা বা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি আবার অস্বীকারও করেননি।
রাশমিকা-বিজয়ের ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানান, গত ৩ অক্টোবর, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়ায়। ফলে এ দুজনের সম্পর্ক বহুল চর্চিত।- ইন্ডিয়া টুডে








