নতুন বাংলা ছবি মানেই যেন রাশেদ মামুন অপু! প্রতিটি ছবিতে পর্দায় মন্দ মানুষ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। সর্বশেষ ‘পরাণ’ ছবি দিয়ে নজর কেড়েছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘দামাল’। এই ছবিতে রাশেদ অপু একজন রাজাকারের চরিত্রে অভিনয় করেছেন। তারকাবহুল এ ছবিতে নেতিবাচক চরিত্র দিয়ে দর্শকদের মনে নাড়া দিয়েছেন তিনি।
শুক্রবার সকালের শোতে স্টার সিনেপ্লেক্সে দর্শক ও সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে ‘দামাল’ দেখতে এসেছিলেন রাশেদ অপু। সেখানে তার চরিত্রটি নিয়ে কথা বলেন।
‘দামাল’ এ রাজাকার চরিত্রটি নিয়ে অপু বলেন, এর আগে রাজাকারের চরিত্রগুলো ফানিভাবে তুলে ধরা হয়েছে। এগুলো ফানি জিনিস না। যদি ফানি হতো তবে এরা ৭১ সালে এতো নৃশংসভাবে মানুষ হত্যা করতো না।
রাশেদ অপু বলেন, দর্শক ‘দামাল’ দেখুক। আমার চরিত্রটিকে মানুষ ঘৃণা করুক। মানুষ যদি আমার চরিত্রটিকে ঘৃণা করে তাহলেই সার্থকতা আসবে। এই চরিত্রটি নিয়ে স্টাডি করেছি। ফাইনালি স্ক্রিনে সেরাটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি।
শুক্রবার দেশের ২২ সিনেমা হলে মুক্তি পেলো ‘দামাল’। পরিচালক রাফী জানান, এই ২২ হলের বাইরে আগামীতে সারাদেশে ‘দামাল’ চলবে।
মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। মূল গল্প ফরিদুর রেজা সাগরের।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।








