বাংলাদেশ সময় সোমবার ভোরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে।
অনুষ্ঠানের পরেই ঘটে গেছে নাটকীয় এক কাণ্ড! হলিউডের সবচেয়ে বড় মিউজিক্যাল রাতে নাটকীয় মোড় দিলেন ব়্যাপার কিলার মাইক! জানা গেছে, এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মাইকের হাতে পরানো হয় হাতকড়া!
কিলার মাইকের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার ৷ তাকে গ্র্যামি অনুষ্ঠানের ক্রিপ্টো ডট কম এলাকা থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ মজার বিষয় হলো, এই দিনই মাইক তিনটি গ্র্যামি পুরস্কার তুলে নিয়েছেন নিজের ঝুলিতে!
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, একটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় কিলার মাইককে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানে উপস্থিত অনুরাগীরা মাইককে দেখে চিৎকার করতে থাকেন, তাকে মুক্তি দেওয়ার জন্য ৷ ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়!
বেস্ট ব়্যাপ সং, তার গাওয়া সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার গানে বেস্ট ব়্যাপ পারফর্মেন্স ও বেস্ট ব়্যাপ অ্যালবাম মাইকেল-এর জন্য তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন মাইক ৷ তারপরেই অভব্য আচরণের জন্য ব়্যাপ তারকাকে গ্রেপ্তার করা হয়।
ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরিয়ে সিকিউরিটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে মাইককে ৷ যদিও ঘণ্টাখানেক পরেই তাকে ছেড়েও দেয়া হয়। আগামি ২৯ ফেব্রুয়ারি তাকে আদালতে উপস্থিত হতে হবে। –পেজ সিক্স








