ধর্ষণের পর রক্তাক্ত শরীর নিয়ে অর্ধ-নগ্ন অবস্থায় মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন করছেন ১২ বছর বয়সী কিশোরী। সবাই তার দিকে মায়ার চোখে তাকালেও, সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। এছাড়াও সাহায্য চাওয়ায় এক ব্যক্তি কিশোরীকে তাড়িয়ে দিতেও দেখা গেছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের উজ্জাইন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বদনগর রোডের একটি সিসিটিভি ক্যামেরার ধারণ করা হয় ভিডিওটি।
প্রতিবেদনে বলা হয়, মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে একপর্যায়ে একটি আশ্রমে পৌঁছান। আশ্রমের পুরোহিত তোয়ালে দিয়ে ঢেকে জেলা হাসপাতালে নিয়ে যান। পরে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, গুরুতর অসুস্থ হওয়ায় কিশোরীকে ইন্দোরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। তবে মেয়েটির নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ জানায়।
উজ্জয়িনী পুলিশ কর্মকর্তা শচীন শর্মা বলেন, অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত গ্রেপ্তার করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি এবং গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা জনগণের কাছে আবেদন করছি, আপনারা কোন তথ্য পেলে পুলিশকে জানান।








