প্রথমবারের মতো নির্মাতা আদিত্য ধরের ছবিতে দেখা যাবে অভিনেতা রণবীর সিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ শেয়ার করা পোস্টে শনিবার রণবীর কাপুর একটি কোলাজ ছবি শেয়ার করে নতুন ছবির ঘোষণা দিয়েছেন। সাদাকালো সেই ছবিতে রণবীরের সাথে দেখা গেছে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, আদিত্য এবং অর্জুন রামপালকে। তারকাদের সবাইকেই কালো পোশাকে দেখা গেছে, চেহারাতেও দেখা গেছে গাম্ভীর্য।
ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘এটা আমার ভক্তদের জন্য, যারা অনেক ধৈর্য ধরেছেন, এরকম একটা চমকের জন্য। আপনাদের ভালোবাসি এবং প্রতিজ্ঞা করছি এবারের অভিজ্ঞতা আগের সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাবে। আপনাদের প্রার্থনায় এই বিগ মোশন পিকচার অ্যাডভেঞ্চারে আমরা সফল হবো।’
ছবির নাম কিংবা মুক্তির সময় সম্পর্কে পোস্টে কিছুই জানাননি রণবীর। জানা যায়নি ছবিটি কোন ঘরানার হতে চলেছে সেটাও।
এই ছবিটি ছাড়াও রণবীরের হাতে আছে ফারহান আখতারের ‘ডন থ্রি।’ এছাড়াও রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’-এ অজয় দেবগন, কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ ও শ্বেতা তিওয়ারির সঙ্গে দেখা মিলবে রণবীরের।
This one is for my fans, who have been so patient with me, and been clamouring for a turn like this. I love you all, and I promise you, this time, a cinematic experience like never before.
With your blessings, we embark on this great, big motion picture adventure with spirited… pic.twitter.com/77piFkQsdY
— Ranveer Singh (@RanveerOfficial) July 27, 2024
সূত্র: হিন্দুস্তান টাইমস








