
দাম্পত্যের অবিচ্ছেদ্য অংশ মতের অমিল। ব্যতিক্রম নন তারকারাও। আলিয়া ভাট রণবীর কাপুরের সংসারেও কথা কাটাকাটি হয়। তবে নিজের দোষ থাকুক কিংবা না থাকুক, আলিয়াকে ‘স্যরি’ বলেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেতা।
কারিনা কাপুরের চ্যাট শো-তে এসে সম্প্রতি দাম্পত্য নিয়ে কথা বলেন রণবীর। অভিনেতা বলেন, ঝগড়া হলে তিনিই পিছু হটেন। কারণ তার ‘ইগো’ কিংবা ‘সেলফ রেসপেক্ট’ নেই। নিজের ভুল থাকুক কিংবা না থাকুক, খুশি মনে আলিয়াকে ‘স্যরি’ বলে ফেলেন তিনি।
অভিনেতা আরও বলেন, আলিয়া অনেকটা আইনজীবির মতো। নিজের মত সব সময় স্পষ্ট ভাবে বলেন এবং নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করেন।
পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। নভেম্বরে তাদের জীবনে আসে প্রথম সন্তান। নীতু কাপুর নাতনির নাম রাখেন রাহা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া