চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রণবীর কি ভালো স্বামী হতে পেরেছেন?

KSRM

দেখতে দেখতেই পার হয়ে গেল রণবীর-আলিয়ার বিবাহিত জীবনের প্রথম বছর। একবছর আগে ঠিক এই দিনেই জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন এই তারকা জুটি। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর-আলিয়ার। এরপর গেল বছরের নভেম্বরে তাদের একমাত্র কন্যা রাহা’র আগমণে সব মিলিয়ে বেশ সুখেই দিন পার করছেন রণবীর-আলিয়া জুটি।

তবু আক্ষেপ রণবীরের, আলিয়ার ভাল স্বামী হতে পারেননি তিনি। সম্প্রতি ফ্রি প্রেস জার্নালে দেওয়া এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন রণবীর। সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি ভাল স্বামী হতে পেরেছেন?’ খুব একটা ভনিতা না করেই রণবীর বলেন, ‘আসলে জীবনে সব কিছুতেই যে তুমি এক নম্বর হবে, তেমনটা নয়। আমি মনে করি না, আমি ভাল ছেলে কিংবা ভাল স্বামী হতে পেরেছি। তবে এই সচেতনতাটা থাকা দরকার। সেটা থাকলেই বুঝবেন যে, সঠিক পথে আছেন।’

Bkash July

রণবীর কাপুর ফ্রি প্রেস জার্নালকে আরও জানান, ‘আমি মনে করি আমার আরও ভালো হওয়ার ইচ্ছা আছে। এটি গুরুত্বপূর্ণ যতক্ষণ আপনি এটি সম্পর্কে সচেতন থাকবেন, আপনি সঠিক পথে থাকবেন।’ পিতৃত্বের স্বাদ পাওয়ার পর থেকেই জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। মেয়েই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে এমনটাও জানান রণবীর।

এদিকে রণবীর-আলিয়া তাদের প্রথম বিবাহবার্ষিকী ঠিক কীভাবে সেলিব্রেশন করছেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। ওয়েডিং অ্যানিভার্সারিতে তড়িঘড়ি মুম্বাই উড়ে এলেন রণবীর। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জির ক্যামেরায় লেন্সবন্দি হলেন রণবীর কাপুর।

Reneta June

ক্যাজুয়াল আউটফিটে নজর কেড়েছেন রণবীর কাপুর। হাতে ছিল বড় ব্যাগ। আলিয়াকে কী উপহার দিলেন রণবীর তা নিয়েই চলছে জল্পনা। নেটিজেনরা অনেকেই মনে করছেন স্ত্রী আলিয়ার জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন অভিনেতা।

সূত্র: বলিউড লাইফ

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View