শুক্রবার (২১ জুলাই) হলিউড সহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বার্বি’। হলিউডের এই ছবিটি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পাশাপাশি নেট দুনিয়ায় মেতে আছে গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষ! বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে অন্যরকম আবেদন তৈরী করেছে ছবিটি!
তার প্রধান কারণ যতোটা না ‘বার্বি’, তারচেয়ে কোনো অংশে কম নয় এই ছবির অভিনেতা রমজান মিয়ার উপস্থিতি! মার্গট রবি, রায়ান গসলিংদের ভিড়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই অভিনেতাকে দেখতেও অনেকে ‘বার্বি’ নিয়ে কৌতুহলী হয়েছেন।
তার কিছুটা আঁচ পাওয়া গেল বৃহস্পতিবার ঢাকার মহাখালীর এসকেএস টাউয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘বার্বি’র প্রিমিয়ার শো’তে! যেখানে আমন্ত্রিত অতিথিদের সাথে ছবিটি দেখতে উপস্থিত হন রমজান মিয়া! স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এমন চমকের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
রমজানও এমন আয়োজন করায় স্টার সিনেপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিন ‘বার্বি’র বিশেষ প্রদর্শনীতে স্টার সিনেপ্লেক্স পুরো গোলাপী রঙে সজ্জিত ছিলো। এমনকি আমন্ত্রিত অতিথিদের বেশীর ভাগই এসেছিলেন গোলাপী পোশাকে!
এক পর্যায়ে দেশের সংবাদকর্মীদের মুখোমুখি হন রমজান। প্রথমে জানান ‘বার্বি’তে তার কাজের অনুভূতি। হলিউডের প্রথম শ্রেণীর তারকাদের সাথে দীর্ঘদিন থেকে কাজের সুযোগ পাওয়া বিশেষ অভিজ্ঞতার বলেও এসময় জানান রমজান।
এরপরই বাংলাদেশি সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া নিয়ে নিজের আগ্রহের কথা জানান রমজান। তিনি বলেন,বাংলাদেশে আমি কাজ করতে আগ্রহী। এজন্য ভাল করে বাংলা ভাষা শিখতে চাই, প্রয়োজনে ভাষা শেখার ক্লাসে ভর্তি হব। বাংলাদেশের সিনেমায় কাজ করতে এখানকার পরিচালক, প্রযোজকদের সাথে সাক্ষাৎ করে আমি আমার আগ্রহের কথা জানাতে চাই।’
রমজান মিয়ার জন্ম যুক্তরাজ্যে। ১৯৯৩ সালের ১৯ জুলাই ইংল্যান্ডের লুটন শহরে জন্ম গ্রহণ করেন তিনি। সেই শহরেই বেড়ে উঠেন। তারা বাবা ও মা দুজনই বাংলাদেশি। তাদের পৈত্রিক বাড়ি সিলেটে।
শুধু বার্বি নয়, রমজান ইতিমধ্যে হলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ঘোস্ট স্টোরিস, রকেটম্যান, আলাদিন এবং এনোলা হোমস ২!
হলিউড ছবিতে নিয়মিত কাজ করলেও অভিনয়ে রমজানের হাতেখড়ি কিন্তু বাংলা নাটকে! মাত্র ৭ বছর বয়সে সিলেটি ভাষার একটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় তার। মজার তথ্য হলো, নাটকটি নির্মাণ করেছিলেন রমজানের বাবা কুদ্দুস মিয়া। নাটকের নাম ছিলো ‘তবুও ভালো আছি’। যেখানে একজন প্রবাসীর সুখ দুঃখের কথা তুলে ধরা হয়।







