এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মৌসুম শেষে সেভিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অনেকদিন ক্লাব ছাড়া ছিলেন স্পেনের বিশ্বকাপ ও ইউরোজয়ী ডিফেন্ডার সার্জিও রামোস। জানুয়ারির ট্রান্সফারে নতুন ক্লাব পেয়েছেন জাতীয় দল থেকে অবসরে যাওয়া তারকা। এক বছরের জন্য মেক্সিকোর ক্লাব মন্টেরিতে যাচ্ছেন ৩৮ বর্ষী তারকা।
মেক্সিকোতে এবছরের ডিসেম্বর পর্যন্ত থাকবেন রামোস। এজন্য প্রাথমিক চুক্তিতে স্বাক্ষরও করেছেন, জানাচ্ছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন। ক্লাবটির কর্তারা ইতিমধ্যে স্পেনে এসেছেন চুক্তি সম্পন্ন করতে।
মন্টেরির কোচ মার্টিন ডেমিক্লিস জানাচ্ছেন, ‘আমাকে রামোস সম্পর্কে সামান্য কিছু যোগ করতে হবে। সে যেন আসতে পারে এজন্য ক্লাব কর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা এবং তার ভিসার প্রয়োজনীয় মাদ্রিদে সম্পন্ন করা হবে যেন সে দ্রুত আসতে পারে।’
‘আগামী সপ্তাহে যেসব খেলোয়াড় আসবে তাদের সবাইকে পরিচয় করিয়ে দেয়া হবে, তার মধ্যে রামোসও অর্ন্তভুক্ত। বিষয়টি আমাদের জন্য খুবই ভালো।’
রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটানোর পর ২০২১ সালে ফ্রি এজেন্ট হয়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যান রামোস। সেখানে দুই মৌসুম কাটিয়ে সেভিয়ায় যোগ দিয়েছিলেন তিনি।








