সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার ঘটনায়, মামলাটি মিথ্যা, হয়রানিমূলক ও আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে প্রতিবাদ সমাবেশের জন্য একত্রিত হয়। এর আগে বিকেল ৩টা থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় একত্রিত হতে শুরু করে।
সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে লোকপ্রশাসন বিভাগের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, এই ধরনের কার্যক্রম গত ১৬ বছর থেকেই দেখা যাচ্ছে। যারাই ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতো, ক্যাম্পাসের মানুষদের অধিকার নিয়ে কথা বলতো এরকম মানুষদের হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দেওয়া হতো।
তিনি বলেন, এই মামলাতে আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা আমাদের পাশে দাঁড়িয়ে গুলি খেয়েছিলো এবং পুলিশের লাঠি চার্জের শিকার হয়েছিল। আমরা কেউ জানিনা এই মানুষজনগুলোর আসলে কী অপরাধ ছিলো, যে তাদেরকে এই মামলার আসামি করা হল।
খলিলুর রহমান চাঁদ বলেন, যদিও এখানে এরকম মানুষও আছে যারা ছাত্রলীগের হয়ে কাজ করতো এবং ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অনিয়ম করতো। কিন্তু এরকম অনেক মানুষদের এখানে যুক্ত করা হয় যারা কখনোই এধরণের কার্যক্রমে যুক্ত ছিলোনা।
তিনি আরোও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে করে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা যাতে সড়িয়ে নেওয়া হয় অথবা সংস্কার করা হয়। যারা যারা এই মিথ্যা মামলায় নির্দোষ তাদের যতো ধরনের আইনি সহায়তা প্রয়োজন তা যেনো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আগ্নেয়াস্ত্রসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হামলার অভিযোগ তুলে ধরে আদালতে মামলার আবেদন করা হয়। অভিযোগ আছে, সেখানে অভিযুক্ত হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থীর নাম।








