এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ করা, মেডিকেল কলেজ, ভোলার গ্যাস ভোলায় দেয়াসহ নানা দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকালে ‘ঢাকাস্থ মোহাম্মদপুর জোন ভোলাবাসীর’ ব্যানারে তিন রাস্তার মোড় এবং টাউন হলে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‘ভোলা-বরিশাল সেতু চাই’ ব্যানারসহ নানা ফেস্টুন নিয়ে জুমার নামাজের পর থেকেই মোহাম্মাদপুরস্থ ভোলাবাসী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা নানা দাবিতে বিক্ষোভ করেন।
সমাবেশে ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিম বলেন, আমাদের ব্যথার কথা আমরা ছাড়া আর কেউ জানে না, সরকার জানে না। ছোট ছোট করে ভোলাবাসী অনেক আন্দোলন করেছে। এই প্রথম ভোলাবাসী ঢাকাসহ ভোলার সর্বত্র জেগে উঠেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথ ছেড়ে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে কোন দালালীর স্থান হবে না।
এছাড়াও বক্তারা সমাবেশে দেওয়া বক্তব্যে ভোলা-বরিশাল সেতুর কাজ দ্রুত শুরু করা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলার গ্যাস ভোলায় দেওয়া এবং ভোলায় শিল্পাঞ্চল স্থাপনসহ নানা দাবি তুলে ধরেন। এসসব দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আগামীর ভোলার মুখপাত্র মীর মোহাম্মদ জসিম, আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, আগামীর ভোলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমরান হোসেন।
উপস্থিত ছিলেন: যুগান্তর পত্রিকার ক্রীড়া প্রতিবেদক আল-মামুন, ফরিদ উদ্দিন ফরহাদ, ওমর ফারুক, মো. লিটন, মো. আজগর, জামাল উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম বিশ্বাস, হাসান সিকদার, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুম কবির, আহসান উল্ল্যাহ শহীদ, মো. আল আমিন, মো. মামুন, মহিউদ্দিন মহিন, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, নাসির উদ্দিন বিশ্বাস, মো. বশির উল্যাহ বশির, জেএইচ সাদ্দাম, মো. মিজান, আব্দুর রাজ্জাক, আজাদ খান প্রমুখ।








