এই খবরটি পডকাস্টে শুনুনঃ
একের পর এক বিতর্কে জর্জরিত দুর্বার রাজশাহী। চট্টগ্রামে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট এবং নানা সমস্যায় বিতর্কিত ছিল দলটি। এবার নতুন বিতর্কের মুখে ফ্র্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক সংক্রান্ত কারণে ম্যাচ বয়কট করেছেন তাদের বিদেশি ক্রিকেটাররা। শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশ সাজিয়েছে রাজশাহী।
রোববার ঢাকায় বিপিএল ফেরার দিনে দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হচ্ছে রাজশাহী। টসে নেমে তাসকিন আহমেদ অকপটে বলেছেন কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আমরা একাদশ সাজিয়েছি। কারণ অবশ্য খোলাসা করেননি।
বকেয়া না পেলে বিদেশিরা খেলবেন না, এমন হুমকি আগেই ছিল। সেটাই ঘটল, ম্যাচ বয়কট করেছেন তারা। শেরাটন হোটেল থেকে ১৩ জন দেশি খেলোয়াড় কেবল এসেছেন মাঠে। টিম হোটেলে থেকে গেছেন বিদেশি ক্রিকেটাররা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাস পাঠিয়েছিল রাজশাহীর টিম হোটেলে, তাতেও অবশ্য লাভ হয়নি।
লাহিরু সামারাকুন, মোহাম্মদ হারিস, রায়ার্ন বুর্ল ও মিগুয়েল কামিন্সরা কেউ আসেননি মাঠে। বিপিএলের নীতিমালা অনুযায়ী ম্যাচে অন্তত দুজন বিদেশিকে খেলাতে হবে। নীতিমালার পরিপন্থি হলেও বিশেষ বিবেচনায় রাজশাহীকে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বিদেশী খেলোয়াড়দের অনুপলব্ধতার কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর জন্য বিশেষ অনুমোদনের আবেদন বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে করেছে রাজশাহী। বিসিবি অনুরোধ পর্যালোচনার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ১.২.৮ নং ধারায় বর্ণিত বিধান অনুসারে, টেকনিক্যাল কমিটি রাজশাহীকে এই ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর অনুমোদন দিয়েছে।’
এদিকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ম্যাচ বয়কটের মধ্যেই দেশিদের পাওনা টাকা পরিশোধের খবর পাওয়া গেছে। রাজশাহীর শুরুর দিকের অধিনায়ক এনামুল হক বিজয় ফেসবুক পেজে এক পোস্টে খাম দেখিয়ে টাকা পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
এর আগে ম্যাচের দিন দুপুরে টিম হোটেল পরিবর্তনের খবর আসে দলটির। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে যায় দলটি। খবর হয় বিল বকেয়ায় হোটেল ছাড়তে হয়েছে রাজশাহীকে। পরে অবশ্য ওয়েস্টিন কর্তৃপক্ষ বিষয়টি খোলাসা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেল কর্তৃপক্ষ বলেছে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিক রহমানের বিশেষ অনুরোধে হোটেল পরিবর্তন হয়েছে।
রাজশাহীর একাদশ: সাব্বির হোসেন, জিসান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির আলি, আকবর আলি, এস এম মেহোরাব হোসেন, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মিজানুর রহমান।








