রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার পুঠিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী, সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে।’
তিনি রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান জানান।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।