
রাজশাহীতে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন তাপমাত্রা উঠানামার পর শনিবার আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।
এই ধারাবাহিকতায় রাজশাহীতে শনিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৯ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান জানান, শনিবার সকাল থেকে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। আজ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিনের ঘন কুয়াশা কেটে যাবার কারণেই আজ শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে তারপরও শৈত্যপ্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে।