এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চট্টগ্রাম থেকে: বিপিএলে এবারের আসরে ঢাকায় প্রাথমিক পর্ব শেষের পর সিলেট পর্বও শেষ হয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় খেলা গড়ানোর আগে চট্টগ্রামে দেখা গেল নাটকীয়তা। পারিশ্রমিক না পাওয়ায় চট্টগ্রামে অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমনকি ম্যাচ না খেলার হুমকির কথাও শোনা যায়। বিষয়টি সামাল দিতে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জরুরি বোর্ড সভা করেন এবং ফ্র্যাঞ্চাইজিটির মালিকের সঙ্গে কথা বলেন। পরে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন। বিসিবি সভাপতির আশ্বাস পেয়ে শেষে অনুশীলনে ফিরছে রাজশাহী।
অবশ্য পূর্ব নির্ধারিত সূচিতেই বুধবার বিকেলে বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রস্তুতি দেখতে আসার কথা ছিল বিসিবি সভাপতির। তবে পারিশ্রমিক বিষয়ক জটিলতায় হস্তক্ষেপ করতে হয়েছে তাকে। পারিশ্রমিক ইস্যুতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অনলাইনে সভা করেছেন। দিনভর নাটকীয়তার পরও চূড়ান্ত সমাধান হয়নি। বিসিবির পক্ষে অবশ্য জানানো হয়েছে ইতিবাচক সমাধান আসার কথা।
সভায় অংশ নেয়া বিসিবি পরিচালক মঞ্জুর আলম রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেবল আশ্বাসের কথাই শোনালেন। জানালেন, বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধান হবে।
‘সমঝোতা এখনও প্রক্রিয়াধীন। আশা করি কালকের মধ্যে একটা ভালো ফল আসবে। অধিনায়ক ও আরও কয়েকজনের সঙ্গে প্রেসিডেন্ট কথা বলেছেন। মালিকপক্ষ কালকে আসবেন। আশা করি একটা সুন্দর সমাধান আমরা বের করতে পারব।’
‘প্রায় সমাধান হয়ে গেছে বলা যায়। কালকে মালিক এলে প্রেসিডেন্ট কথা বলে বাকিটা সমাধান হয়ে যাবে। ক্রিকেটাররা অনেকটা (আশ্বস্ত হয়েছেন টাকা পাওয়ার ব্যাপারে)। কালকে তারা অনুশীলনেও যাবেন। এরচেয়ে ইতিবাচক আর কী হতে পারে। (পারিশ্রমিকের প্রক্রিয়া) প্রেসিডেন্ট নিজের এখতিয়ারে রেখেছেন। কালকে সমাধানের পর সেটি আরও বিস্তারিত ব্রিফ করবেন তিনি।’
পারিশ্রমিক নিয়ে এই টানাপোড়েন ও সেটা অনুশীলন বয়কট পর্যন্ত গড়ানো যে বোর্ডের জন্য বিব্রতকর, সেটি অবশ্য মেনে নিচ্ছেন মঞ্জুর আলম। বলেছেন, ‘আসলে একটু বিব্রতকর। তবে প্রেসিডেন্ট কিন্তু ডে বাই ডে কথা বলে প্রতিটা দলের পারিশ্রমিকের বিষয়টা নিশ্চিতের চেষ্টা করছেন। শুরু থেকে এখনও পর্যন্ত তিনি এটা চেষ্টা করছেন। বিষয়টা এখন প্রক্রিয়াধীন আছে।’
এদিকে দুর্বার রাজশাহী বৃহস্পতিবার অনুশীলন করবে জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে দলটি।







