চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিনামূল্যে নয়, টিকেট কিনে অস্কারে অংশ নিয়েছেন ‘আরআরআর’ তারকারা

অস্কার জয় করে ভারতকে গর্বিত করেছে ‘আরআরআর’। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে অস্কারের আসরে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআর। তবে বিনামূল্যে নয়, অর্থের বিনিময়ে অস্কারে অংশ নেয়ার সুযোগ হয়েছে তাদের।

নিয়ম অনুযায়ী অস্কারে মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি এবং তাদের সঙ্গে কেবল একজন পরিবারের সদস্য পান ফ্রি টিকিট। চন্দ্রবোস এবং কিরাভানির কোন টিকিট লাগেনি অস্কারে অংশ নেয়ার জন্য। আর তাদের পরিবার এবং এসএস রাজামৌলি, রাম চরণ ও জুনিয়র এনটিআরের জনপ্রতি ২০ লাখ রূপি খরচ করতে হয়েছে অস্কারের টিকেট কেনার জন্য। জানা গেছে সকলের টিকেট কিনে দিয়েছেন রাজামৌলি।

Bkash July

দ্য ইকোনোমিক টাইমসের রিপোর্টে জানা গেছে, অস্কারের একটি টিকেটের দাম ২৫ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ২০.৬ লাখ। এত দাম দিয়ে টিকেট কিনেও দর্শক সারির একদম শেষে জায়গা পাওয়ায় ভক্তদের মন খারাপ হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সর্বশেষ সারিতে বসে জয় উদযাপন করছেন তারা। তবে কিরাভানি এবং চন্দ্রবোস অস্কারে অন্যান্য মনোনীত তারকাদের সঙ্গে সামনেই বসেছেন।

‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের খেতাব জয় করেছে।

Reneta June

সূত্র:  হিন্দুস্তান টাইমস 

ISCREEN
BSH
Bellow Post-Green View