চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

KSRM

রাজধানীসহ সারাদেশে আগামী দুই-এক দিন মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘণ্টা রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক যায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।

Bkash

তবে দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সারাদেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেয়ে রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

Reneta June

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু উত্তরাংশে সক্রিয় এবং বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে ঘণ্টায় ১০ থেকে ১০ কিলোমিটার। শনিবার সকাল ৬ টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আদ্রতার ছিল ৮৯ শতাংশ।

আজ সকাল ৬ টায় রংপুরের ডিমলাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬১ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলাতে ৩৩ দশমিক ৭ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে ২৩ দশমিক ৮ শতাংশ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View