চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংসদে পদ হারাচ্ছেন রাহুল গান্ধী

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ করলেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা।

লোকসভা সচিবালয়ের সূত্রে শুক্রবার (২৪ মার্চ) ভারতীয় সাংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রাহুল গান্ধী কেরালার ওয়েনাড সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য ছিলেন। মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাটে সুরাত জেলা আদালত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ পদ বাতিল করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা এ সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে বলেন, ‘লোকসভা সচিবালয় কোনও এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে এটি করতে হবে।’

কংগ্রেসের আরেক সিনিয়র সংসদ সদস্য শশী থারুর টুইটে এক পোস্টে বলেন, ‘এটা গণতন্ত্রের জন্য খারাপ।’

বিজেপি বলছে, রাহুল গান্ধী তার ‘চোর’ মন্তব্য দিয়ে ওবিসি সম্প্রদায়কে অপমান করার পরে একটি স্বাধীন বিচার বিভাগ থেকে দোষী সাব্যস্ত হয়েছেন।