চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সংসদ সদস্য পদ হারালেন রাহুল গান্ধী

KSRM

ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিনের মাথায় আজ শুক্রবার দুপুরে রাহুলকে অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে লোকসভা সচিবালয়। এর ফলে তাঁর ভারতীয় লোকসভার সদস্যপদ খারিজ হয়ে গেল।

ভারতের কেরালার ওয়েনাডের লোকসভা আসনের পার্লামেন্ট সদস্য ছিলেন রাহুল গান্ধী।

Bkash July

এর আগে সকালে সংক্ষিপ্ত সময়ের জন্য লোকসভায় যান রাহুল গান্ধী। এ সময় লোকসভার অধিবেশনে ব্যাপক হট্টগোল হয়। বিক্ষোভ-প্রতিবাদের জেরে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়। এরপর রাহুল চলে যান।

রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে তার দল কংগ্রেস। এই বৈঠকে কংগ্রেসের স্টিয়ারিং কমিটি, সব রাজ্যের কংগ্রেসের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি।

Reneta June

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাটে সুরাত জেলা আদালত রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ পদ বাতিল করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা এ সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে বলেন, ‘লোকসভা সচিবালয় কোনও এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে এটি করতে হবে।’

কংগ্রেসের আরেক সিনিয়র সংসদ সদস্য শশী থারুর টুইটে এক পোস্টে বলেন, ‘এটা গণতন্ত্রের জন্য খারাপ।’

বিজেপি বলছে, রাহুল গান্ধী তার ‘চোর’ মন্তব্য দিয়ে ওবিসি সম্প্রদায়কে অপমান করার পরে একটি স্বাধীন বিচার বিভাগ থেকে দোষী সাব্যস্ত হয়েছেন।

 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View