‘ডিজিটাল অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন খাবার দাবার ক্যাটারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. রাফাত খান। সাংবাদিক ও ডিজিটাল গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) আয়োজনে দেয়া হয় এই পুরস্কার।
শনিবার (১ জুন) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বসে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রথমবারের মতো সাংবাদিকতা ও ডিজিটালে কর্মরত বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের ৭টি বিভাগে মোট ১১জনকে এই পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে একজন রাফাত খান। তাকে দেয়া হয় ডিএমএফ স্পেশাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
তাকে ছাড়াও এই বিভাগে পুরস্কৃত হন রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জয় বড়ুয়া লাভলু, দৈনিক প্রথম আলোর ডেপুটি ম্যানেজার বিবর্ধন রায় ইমন, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন পিপিএম (বার), নেক্সট ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পরিচালক আব্দুল্লাহ জায়েদ এবং স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।
পুরস্কারে ভূষিত ৫ সাংবাদিক হলেন বণিক বার্তার স্টাফ রিপোর্টার ইয়াহিয়া নকিব। তিনি বিজনেস বিভাগে পুরস্কার পেয়েছেন। বিনোদন বিভাগে পেয়েছেন আরটিভির বিনোদন প্রতিবেদক এসএম মারজান ইভান, অনুসন্ধানীমূলক সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল, আইসিটি বিভাগে পেয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রথ এডিটর সাব্বির হাসান, স্পোর্টস বিভাগে পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কমের সিনিয়র রিপোর্টার ইয়াসিন হাসান।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
১৯৭৭ সালে খাবার-দাবার প্রতিষ্ঠিত হয়। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে দীর্ঘ সময় ধরে দেশীয় এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে আন্তর্জাতিকমানের ক্যাটারিং সার্ভিস দিয়ে আসছে।







