তিন সপ্তাহেরও বেশি সময় পর প্রথমবারের মতো বেসামরিক নাগরিকদের জন্য মিসর-গাজা সীমান্তবর্তী রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এর পরপরই গাজা ছেড়েছে ৪০০ জনেরও বেশি লোক।
বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ৩৩৫ জন বিদেশি পাসপোর্টধারী এবং ৭৬ জন আহত গাজার নাগরিক রাফাহ সীমান্ত দিয়ে মিসরে প্রবেশ করেছে। এদের মধ্যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরাও রয়েছেন।
সীমান্ত খুলে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্রসিং খুলে দেওয়া হয়েছে যা তীব্র ও জরুরি কূটনীতির ফল।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে সেখানে আটকে পড়েন অনেক বিদেশি পাসপোর্টধারী। যারা যুদ্ধের পর থেকেই গাজা ছাড়ার চেষ্টা করছিলেন । অবশেষে কাতারের মধ্যস্থতায় সেই সুযোগ পেয়েছেন তারা।
এর আগে বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ ৫০০ জনের একটি তালিকা প্রকাশ করে। তারা জানায় এই তালিকায় যাদের নাম রয়েছে তারা গাজা ছাড়তে পারবেন। এর কয়েক ঘণ্টা পর রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়।








