র্যাবের ‘অভাবনীয় উন্নতি’ হয়েছে: ডোনাল্ড লু
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিবেচনায় র্যাবের ‘অভাবনীয় উন্নতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দু’দিনের সফরের শেষ দিনে পররাষ্ট্র সচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক আর পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে লু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দেওয়া শুরু করলে সবার আগে তা পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।