এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর ঘরের মাঠে হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক ডামাডোলে সে পট পরিবর্তন হয়ে চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া হয়েছে। সেমিফাইনাল খেলতে জয়ের কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।
পরের ম্যাচের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ হলেও জয়ই লক্ষ্য বলে জানিয়েছেন টাইগ্রেস লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান। আগামী বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
১৯ বর্ষী রাবেয়া খান পরবর্তী ম্যাচ নিয়ে বিসিবির ভিডিও বার্তায় বলেন, ‘ আমাদের খুব খারাপ লাগছে যে জয়ের কাছাকাছি থাকা একটা ম্যাচ আমরা হেরে গিয়েছি। অনেক বড় একটা সুযোগ ছিল আমাদের জন্য। আমাদের আরও দুইটা ম্যাচ বাকি আছে, আমরা বেশ আত্মবিশ্বাসী এবং আশা করছি জয়টা আমরা নিয়ে আসব।’
‘আমরা কোনো ভাবাভাবির মধ্যে নেই, আমরা জয়ের জন্যই খেলতে নামব। স্পিনার হিসেবে বলতে চাই, আমাদের বোলিং ইউনিটটা বেশ ভালো করছে এবং আশা করছি আমরা আমাদের কাজটা ঠিকঠাক করব এবং দলকে যতটা নিয়ে যাওয়া যায় সেটা করব। আল্লাহ ভরসা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসব।’








