চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ বাজি কার: ডাচ-ইংলিশ, নাকি সেনেগালিজদের?

কাতার বিশ্বকাপে সোমবার হবে তিনটি ম্যাচ। ‘এ’ ও ‘বি’ গ্রুপের ছয়টি দল মাঠে নামবে। মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। পরিসংখ্যান ঘেঁটে দেখে নেয়া যাক মুখোমুখি হতে চলা দলগুলোর বাজিমাতের সম্ভাবনা!

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় ইরানের বিপক্ষে নামবে ইংল্যান্ড। ইতিহাস বলছে এ দুই দল আগে কখনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে পাঁচে আছে হ্যারি কেনের ইংলিশবাহিনী। এশিয়ার পরাশক্তিদের এক ইরান সেখানে ২০তম স্থানে রয়েছে।

দিনের দ্বিতীয় ম্যাচে রাত ১০টায় আল সুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের লড়াইয়ে নামবে সেনেগাল ও নেদারল্যান্ডস। এ দল দুটিও এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে চলেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে অষ্টম স্থানে আছে ডাচবাহিনী। ১৮তম স্থানে আছে সেনেগাল। ইনজুরির কারণে সাদিও মানের ছিটকে যাওয়া সেনেগালের জন্য আসর শুরুর আগে বড় ধাক্কা হয়ে এসেছে।

দিনের শেষ ম্যাচে রাত ১টায় আহমাদ বিন আলী স্টেডিয়ামে ‘বি’ গ্রুপ থেকে লড়াইয়ে নামবে যুক্তরাষ্ট্র এবং ওয়েলস। আগের দুবারের দেখায় একবার জিতেছে যুক্তরাষ্ট্র, অন্য ম্যাচটি হয়েছিল ড্র। মানে গ্যারেথ বেলের দল পিছিয়ে থেকেই নামছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ১৬তে। তিন ধাপ নিচে ১৯তম স্থানে ওয়েলস। ম্যাচটিতে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস!