চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তবুও ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড বাঁধবেন কেন

হলুদ কার্ডের ঝুঁকির পরও

জরিমানা এবং একটি হলুদ কার্ডের ঝুঁকি থাকা সত্ত্বেও ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড বেঁধেই বিশ্বকাপে খেলতে নামবেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।

আয়োজক কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের মধ্যে জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামসহ নয়টি দেশ গত সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী প্রতীক হিসেবে আর্মব্যান্ড পরতে সম্মত হয়েছিল।

নয়টি দেশ আর্মব্যান্ড পরে জরিমানার ঝুঁকি মাথায় নিতে প্রস্তুত ছিল। পরে জানা যায়, এমন করলে প্রতিটি দলের অধিনায়ক প্রতিটি ম্যাচে কিক অফের সময় হলুদ কার্ড পেতে পারেন। তবুও আর্মব্যান্ড বেঁধেই খেলতে নামার বিষয়ে অটল কেন, নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন।

‘আমি মনে করি, আমরা একটি দল হিসেবে, কর্মী হিসেবে এবং সংস্থা হিসেবে এটি পরিষ্কার করছি যে আমরা আর্মব্যান্ড পরতে চাই। জানি এফএ এই মুহূর্তে ফিফার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছে।

‘আমি নিশ্চিত খেলার সময় আমরা সিদ্ধান্ত নেব। মনে হয় আমরা পরিষ্কার করে বোঝাতে পেরেছি যে সবাই আর্মব্যান্ড পরতে চাই।’

ইংলিশ এফএ এবং কয়েকটি দেশের ফেডারেশন ফিফা-উয়েফাকে তাদের আর্মব্যান্ড পরিধানের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছে। ফিফা ও উয়েফা সাধারণত দলগুলোকে রাজনৈতিক বিবৃতি-বার্তার অনুমতি দেয় না। তবে নেশনস লিগে উয়েফা ম্যাচগুলোতে আর্মব্যান্ড পরার অনুমতি দিয়েছিল।

ফিফা অবশ্য এমন আর্মব্যান্ড বিশ্বকাপে পরা যাবে কিনা তা স্পষ্ট করেনি। আসর শুরুর একদিন আগে সামাজিক সচেতনতা প্রচারে সব দলের অধিনায়কদের জন্য ফিফা অবশ্য নিজস্ব আর্মব্যান্ডও চালু করেছে।