চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্পেন-জার্মানি: ইতিহাস কী বলছে?

মুখোমুখি ২৫ দেখায় ৯ বার জিতেছে জার্মানি, ৮ বার স্পেন। বাকি ৮ ম্যাচে ছিল ড্র। বিশ্বকাপে ৪ দেখায় দুবার জয়ী জার্মানি, একবার স্পেন, একটি ড্র। পরিসংখ্যানে অনেকটা কাছাকাছি থাকা সেই স্পেনিয়ার্ডদের বিপক্ষেই এবার বাঁচা-মরার সমীকরণ জার্মানদের। হারলেই শেষ কাতার মিশন।

এশিয়ার পরাশক্তি জাপানের কাছে হেরে কাতার মিশনের শুরুতেই হোঁচটে পড়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির নড়বড়ে অবস্থানে জমে উঠেছে ই-গ্রুপের লড়াই। কোস্টারিকাকে ৭-০তে হারিয়ে ধামাকা সূচনা আনা স্পেন সেখানে দারুণ ছন্দের সাথে সুবিধাজনক জায়গায়। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে উড়তে থাকা লা রোজাদের থামিয়ে দেয়া ছাড়া উপায় নেই জার্মানদের।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট স্পেন-জার্মানি। ফিফা র‍্যাঙ্কিংয়ে সাতে স্পেন, ১১তে জার্মানি। ইতিহাস-পরিসংখ্যান বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

কাগজে-কলমে জার্মানি খানিকটা এগিয়ে থাকলেও লুইস এনরিকের স্পেন এবার ভিন্ন রূপেই হাজির হয়েছে ভিন্ন গল্প লিখতে। প্রতিপক্ষ কোচ হান্স ফ্লিককে কষতে হচ্ছে বিশেষ ছক। ২০১০ বিশ্বকাপে টিকিটাকার ছন্দে বাজিমাত করা স্প্যানিশরা এবার যোগ করেছে গতিময় ছন্দ। বার্লিন প্রাচীর ভাঙার জন্য তারাও সচেষ্ট। অপেক্ষা মাঠের সেই মহারণের।