চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পর্তুগাল-উরুগুয়ে: ইতিহাস কী বলছে?

ইউরোপ নাকি লাতিন, পর্তুগাল নাকি উরুগুয়ে, রোনালদো নাকি সুয়ারেজ— তুলনা আর তফাৎ টানা এমন হিসেবের সংখ্যা বহুদূর ছাপিয়ে যাবে। কাতার বিশ্বকাপে গ্রুপ এইচে শেষ ষোলোতে ওঠার হিসেবও খানিকটা জটিল হয়ে উঠেছে। পর্তুগিজদের জন্য সহজ হলেও ছিটকে যাওয়ার শঙ্কায় আছে নুনেজ-কাভানিদের দল।

লুসেইল স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় রোনালদো-ব্রুনোরা নামবে শেষ ষোলোর টিকিট নিশ্চিতের লক্ষ্যে, অন্যদিকে আসরে টিকে থাকতে কঠিন প্রতিপক্ষকে মোকাবেলা করবে ডিয়েগো আলোনসোর শিষ্যরা। সর্বোচ্চটা বাজি রেখে প্রস্তুত দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মুখোমুখি দেখায় পর্তুগালের থেকে খানিকটা এগিয়ে আছে উরুগুইয়ানরা। চতুর্থবারের লড়াইয়ের আগে তিন ম্যাচে একটি করে জয় তুলেছে দুদলই, বাকি ম্যাচটি হয়েছিল ড্র। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে রোনালদোদের থামিয়ে দিয়েছিল লাতিন আমেরিকার দলটি। বৈশ্বিক আসরে দ্বিতীয় দেখায় ফের্নান্দো সান্তোসের শিষ্যদের প্রতিশোধ তোলার ম্যাচও এটি।

কাতার বিশ্বকাপের হিসেব-নিকেশ, শক্তি-সামর্থ্য ভিন্ন হলেও পর্তুগাল এ ম্যাচে খানিকটা শঙ্কায় থাকবে। লাতিন কোনো দেশের বিপক্ষে শেষ ৯ ম্যাচের মাত্র একটিতে জিতেছে ইউরোপিয়ান দলটি। সবশেষ ২০১৪ সালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। অন্যদিকে, উরুগুয়ে আছে দারুণ ছন্দে। ইউরোপিয়ান দলের বিপক্ষে শেষ ৫ ম্যাচের চারটিতেই নিজেদের পক্ষে ফল নিয়েছে তারা।

ঘানাকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ শুরু করা পর্তুগাল ৩ পয়েন্ট তুলে আছে টেবিলের শীর্ষে। সাউথ কোরিয়ায় আটকে যাওয়া উরুগুয়ের সংগ্রহ ১ পয়েন্ট। শেষ ষোলোর টিকিট কাটতে রাতে জয়ের বিকল্প নেই উরুগুয়ের। অন্যদিকে, জিতলেই গ্রুপের সবার আগে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে পর্তুগাল।