মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা গ্রাফিক্সে ইরানের পতাকা থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতীক ‘আল্লাহ’ শব্দটি বাদ দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ ইরানের ফুটবল ফেডারেশন ফিফার কাছে অভিযোগ করেছে।
আগামী মঙ্গলবার আল সুমামা স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। পতাকা বিকৃতির ঘটনায় মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেল দুই দেশের ভিন্ন এক যুদ্ধ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সরকারি পতাকা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। মৌলিক মানবাধিকারের জন্য লড়াই করা ইরানের নারীদের প্রতি সমর্থন দেখাতেই নাকি তাদের এমন সিদ্ধান্ত।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘মার্কিন ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পেজ ইরানের পতাকা থেকে আল্লাহর প্রতীক সরিয়ে দিয়েছে। এটি একটি অপেশাদার কাজ। ইরান ফুটবল ফেডারেশন মার্কিন ফেডারেশনের কাছে একটি গুরুতর সতর্কতা জারি করার দাবিতে ফিফাকে ই-মেইল পাঠিয়েছে।’
মার্কিন সকারের একজন মুখপাত্র পরে বলেছিলেন, ‘পোস্টগুলো সরিয়ে দেয়া হয়েছে এবং ইরানের প্রকৃত পতাকা ব্যবহার তা প্রতিস্থাপিত হয়েছে। একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনও ইরানের নারীদের সমর্থন করি।’
বর্তমানে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত সেপ্টেম্বর মাসে ২২ বর্ষী মাশা আমিনির নৈতিক পুলিশের মৃত্যুর কারণে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশী প্রতিপক্ষকে বিক্ষোভে মদদ দেয়ার জন্য ইরান অভিযুক্ত করে আসছে।