লিওনেল মেসির ক্যাবিনেটে এতদিন একটি জায়গা ফাঁকা ছিল। লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে স্নায়ুচাপী ম্যাচ জিতে সেটিও পূরণ করে ফেলেছেন। শেষ একযুগের বেশি সময় ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যে সেরা হওয়ার দৌড়ে ছিলেন, সেটাও তর্কাতিতভাবে করে ফেলেছেন। এবার ইনস্টাগ্রাম সিআরসেভেনকে পেছনে ফেলে উঠেছেন শীর্ষে।
ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ইনস্টাগ্রামে নির্দিষ্ট কোনো পোস্টে সবচেয়ে বেশি ‘লাইক’-এ রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মেসির শিরোপা উঁচিয়ে ধরা ছবিতে ৫৭ মিলিয়ন লাইক ছাড়িয়ে গেছে। যা সোশ্যাল অ্যাপটির ইতিহাসের সেরা। এরআগে, প্রথম সেরা হিসেবে ৫৬ মিলিয়ন লাইক নিয়ে আছে স্রেফ একটি ডিমের ছবি।
ফুটবল মাঠে মেসি-রোনালদোদের ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথ সোশ্যাল মিডিয়াও প্রকাশ পেয়েছে। বিশ্বকাপ শুরুর আগে রোনালদোর করা দাবা খেলার ছবিটি হয়েছিল দ্বিতীয় সেরা। মেসির শিরোপা উদযাপনের ছবিটি এবার সেটিকে তৃতীয়টিতে এবং ডিমের সেই ছবিটিকে দ্বিতীয়তে ঠেলে দিয়ে শীর্ষে উঠেছে। মেসির ওয়াল থেকে পোস্ট করা ‘দাবা’ খেলার ছবিটি আছে সেরা পাঁচে।
পর্তুগালের শেষ ষোলো নিশ্চিতের সময় দেওয়া রোনালদোর পোস্ট আছে ছয় নম্বরে। শিরোপা নিয়ে দেশে ফেরার মেসির প্লেনের ভেতরের ছবিটিও আছে উপরের সারিতে, ইতিমধ্যে ১৭ মিলিয়ন লাইক ছাড়িয়ে গেছে ছবিটি।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়া ছবির শীর্ষ ২০টির সাতটি মেসির ওয়াল থেকে ছাড়া। রোনালদোর সেখানে আছে তিনটি ছবি। শুধু মাঠেই নয়, রোনালদোকে মাঠের বাইরেও পেছনে ফেলে এগোচ্ছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেসি।