চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ছিনতাইকারীর কবলে ব্রাজিলের সাবেক কোচ, বিশ্বকাপে দ্রুত বিদায়ে তিরস্কার

ব্রাজিলের রিও শহরে সকাল ৬ টার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন নেইমার-জেসাসদের সাবেক কোচ টিটে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের দ্রুত বিদায়ের জন্য ৬১ বর্ষী কোচকে তিরস্কার করেছে ছিনতাইকারী। এসময় তার গলার চেইনও ছিনিয়ে নেয় ওই ছিনতাইকারী।

বিশ্বকাপে অন্যতম ফেবারিট সেলেসাও দল ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায়। টাইব্রেকারের হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার দুই ঘণ্টার মাঝে প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন টিটে। ২০১৬ সাল থেকে তিনি নেইমারদের দায়িত্বে ছিলেন।

Bkash July

৬১ বছর বয়সী কোচ পদত্যাগ করার সময় বলেন, ‘আমার অধ্যায় শেষ। দেড়বছর আগেই এমনটি বলে রেখেছিলাম। নাটক করতে পারি না। আরও সেরা কোচ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। আমার পর্ব শেষ।’ ব্রাজিলের কোচ হওয়ার তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। কার্লোস আনচেলত্তি, পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর নামও শোনা যাচ্ছে।

টিটের অধীনে ২০১৯’র কোপা আমেরিকা শিরোপা জিতেছিল সাম্বা নৃত্যের দেশ। ২০২১’র আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়। দুঙ্গা কোচিং ছাড়লে ২০১৪ সালে স্থলাভিষিক্ত হন টিটে। তার অধীনে ব্রাজিল খেলেছে ৮১ ম্যাচ। জিতেছে ৬০টি। ১৫ ম্যাচ ড্র, আর হার মাত্র ৬ ম্যাচে।

Labaid
BSH
Bellow Post-Green View