
আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনের প্রস্তুতির জন্য সাউথ আফ্রিকায় বৈঠক করেন অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠকে অন্যান্য আলোচনার পাশাপাশি ব্রিকস সম্মেলনে যোগদানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি উঠে আসে।
গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক জোট ব্রিকসের পাঁচটি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকে বৈশ্বিক ব্যবস্থার ভারসাম্যতা পশ্চিমা দেশগুলো থেকে সরিয়ে নিয়ে আসার আহবান জানানো হয়েছে। এছাড়াও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আলোচনায় নতুন মোড় নিয়ে আসে।
এবছর আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায়, আগস্টে সদস্য দেশের প্রতিনিধি হিসেবে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আদালতের সদস্য দেশ হিসেবে গ্রেপ্তার করতে বাধ্য হবে সাউথ আফ্রিকা। তাই সম্মেলনে পুতিনের যোগদানের বিষয়টি অনিশ্চিত।
এছাড়াও বৈঠকে অন্যান্য আলোচনার মধ্যে সাউথ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর বলেছেন, ব্রিকসের ইচ্ছে ছিল ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈষম্য এবং বৈশ্বিক নিরাপত্তাহীনতায় বিভক্ত বিশ্ব পরিস্থিতিতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের পরিস্থিতি মোকাবেলায় নতুন ব্যবস্থার কথা চিন্তা করতে হবে।