এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের পাশে দাঁড়াতে রাশিয়া কেন এগিয়ে আসছে না, সেই প্রশ্নের জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও চলমান সংঘাতে মস্কো নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেছে। কারণ ইসরায়েলে বিপুলসংখ্যক রুশভাষী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
আজ ২৩ জুন সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, আজ প্রায় ২০ লাখ মানুষ, যারা সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার নাগরিক ছিল, তারা ইসরায়েলে বসবাস করছে। এটি এখন প্রায় রুশভাষী রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই, রাশিয়ার সমকালীন ইতিহাসে আমরা সবসময় এটি বিবেচনায় রাখি।
রাশিয়ার মিত্রদের প্রতি আনুগত্য নিয়ে সমালোচনার জবাবে পুতিন বলেন, যারা এ ধরনের প্রশ্ন তুলছে, তারা উসকানিমূলক কাজ করছে। আরব ও ইসলামি বিশ্বের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ। রাশিয়ার প্রায় ১৫ শতাংশ জনগণ মুসলিম এবং দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পর্যবেক্ষক রাষ্ট্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর অংশ হিসেবে ইরানের মূল সামরিক স্থাপনা ফোরদো, নাতানজ ও ইস্পাহান লক্ষ্য করে ১৪ হাজার কেজি ওজনের বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ করেছে।
প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com
ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)