অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার গল্প লিখে ওয়েস্ট ইন্ডিজকে জেতানো শামার জোসেফকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ তৈরি হয়েছে। আইএল টি-টুয়েন্টি ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার প্রস্তাব পান এ পেসার। তবে চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টুয়েন্টিতে খেলতে না পারলেও খেলবেন পিএসএলে।
ব্রিসবেন টেস্টে অজিদের বিপক্ষে তৃতীয় দিনে মিচেল স্টার্কের ইয়র্কারে আঙুলে আঘাত পেয়েছিলেন শামার জোসেফ। চতুর্থ দিনে ২৪ বর্ষী ডানহাতি পেসারের মাঠেই নামার কথা ছিল না। অথচ সেই তিনিই কিনা গ্যাবায় পুরো অস্ট্রেলিয়াকে বল হাতে স্তব্ধ করে দিলেন। ১১.৫ ওভারের এক স্পেলে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন টেস্ট জয়।
শামারের ব্রিসবেন টেস্ট শেষ করে আইএল টি-টুয়েন্টির দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সেই গুরুতর চোট। অস্ট্রেলিয়া থেকে তাকে ফিরতে হচ্ছে নিজ দেশ গায়ানায়।
চোট পাওয়ার পর স্ক্যানে অবশ্য বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং শামার নিজেও কোনো ঝুঁকি নিতে চাননি বলে আপাতত তাকে দেশে ফিরতে হচ্ছে। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে ১৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন এ পেসার।








