আরও একটি মৌসুম সামনে, পিএসজির আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরার আরও একটি মিশন শুরুর অপেক্ষা। নতুন মৌসুমের জন্য ঘরের মাঠে খেলার নতুন জার্সি সামনে এনেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি।
তারকা ঠাঁসা এক দল পিএসজি। সময়ের সেরা সব ফুটবলারের মিলনমেলা ক্লাবটিতে। গত মৌসুমে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি যোগ দেয়ার সাথে বেড়েছে ক্লাবের সমর্থক। গেল মৌসুমে পিএসজিতে মেসির ৩০ নম্বর জার্সিটি কিনতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছিল সমর্থকরা। পিএসজির এবারও লক্ষ্য জার্সি বেচে বড় অঙ্কের অর্থ পাওয়ার।

আগের জার্সিতে কিছুটা পরিবর্তন এনেছে পিএসজি। ব্লু রঙের জার্সিতে এবার লাল এবং সাদা রঙের আপডেটেড হেচটার স্ট্রাইপ ডিজাইন আনা হয়েছে। যা জার্সিকে করেছে আরও আকর্ষণীয়!
বিজ্ঞাপন
২০২২-২৩ মৌসুমের নতুন এ জার্সিটি পাওয়া যাবে পিএসজির অফিসিয়াল ওয়েবসাইট এবং নাইকির স্টোরে। যেখানে থেকে ৭৪.৯৫ ইউরো খরচ করে এমবাপে-নেইমারদের জার্সি সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। নারী ও শিশুদের জন্যও রাখা হয়েছে আলাদা সংস্করণ।