এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ইন্টার মিলানকে কাঁদিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল পিএসজি। বায়ার্ন মিউনিখে হওয়া ম্যাচে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধভাঙা উল্লাসে মেতে ওঠে ফরাসি ক্লাবটির ভক্ত-সমর্থকরা। উদযাপন সীমা ছাড়িয়ে অসদাচরণে রূপ নেয়। যে কারণে জরিমানা গুনতে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের।
৩১মের ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর উদযাপনের জন্য পিএসজির হাজার হাজার সমর্থক নেমে পড়েন মাঠে। বিপুল সংখ্যক সমর্থক গোলপোস্টের পেছন দিয়ে মাঠে ছড়িয়ে পড়েন, তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। টার্ফের কিছু অংশ তুলে নেন সমর্থকরা। গ্যালারিতে ‘উয়েফা মাফিয়া’ ব্যানারও প্রদর্শন করেন তারা।
উয়েফা বলেছে, তাদের ডিসিপ্লিনারি প্যানেল ‘খেলাধুলার জন্য অনুপযুক্ত বার্তা প্রেরণ’ ও ‘উয়েফাকে অসম্মানিত করা’সহ ছয়টি অভিযোগ এনেছে। সবমিলিয়ে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে পিএসজিকে। আক্রমণাত্মক বার্তার জন্য ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
পিএসজি সমর্থকরা একটি পতাকা ওড়ান, যেখানে ‘উয়েফা মাফিয়া’ স্লোগান লেখা এবং একটি শুকরের ছবি ছিল। এর আগে নরওয়েজিয়ান ক্লাব ব্রানও গ্যালারিতে ‘মাফিয়া’ স্লোগান ব্যবহার করায় শাস্তি পেয়েছে। তবে ক্রীড়া আদালতে আপিল করে জিতে যায় তারা।
মূলত সমর্থকরা মাঠে ঢুকে পড়ায় এবং আতশবাজি জ্বালানোর কারণে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে পিএসজিকে। টার্ফ উপরে ফেলে মাঠের ক্ষতি করায় বাড়তি ৮ হাজার ইউরো দিতে হবে তাদের।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে উয়েফার কাছ থেকে প্রায় ১৪ কোটি ইউরো প্রাইজমানি পায় পিএসজি।








