ক্লারমন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে দুবছরের চুক্তির শেষ টেনেছেন লিওনেল মেসি। আগামী মৌসুমে কোথায় নাম লেখাবেন তা এখনও নিশ্চিত করেননি। সাবেক ক্লাব বার্সায় ফেরা নিয়েই বেশি আলোচনা। ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা অবশ্য দিলেন হতাশার বার্তা। মেসির বার্সা প্রত্যাবর্তন নিয়ে সর্বোচ্চ চেষ্টা করলেও নিয়মের বাইরে যেতে পারছে ক্লাবটি, জানিয়েছেন এমন।
সপ্তাহখানেক আগে লাপোর্তা জানিয়েছিলেন, মেসিকে বার্সায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর্থিক ফেয়ার প্লে নীতির কারণে কিংবদন্তিকে ন্যু ক্যাম্পে ফেরাতে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ক্লাব, সামনে আনেন সেটিও। এবার হাল ছেড়ে দেয়ার মতো মন্তব্যই করেছেন লাপোর্তা।
‘দেখি কী হয়, তবে এটা খুব কঠিন। আপনার হাতে যা কিছু করা সম্ভব, সবকিছুই করবেন, কিন্তু এর বাইরে বেশিকিছু করার নেই।’
এরআগে মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে সোমবার পর্যন্ত সময় নিয়েছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এরমধ্যে খবর আসে ৬ জুন মেসিকে দলে টানার ঘোষণা দিতে চায় সৌদি ক্লাব আল হিলাল।
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, মেসির ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনার ‘৯৯ শতাংশ’ নির্ভর করছে মহাতারকার উপরই। স্প্যানিশ গণমাধ্যমে শনিবারের খবর ছিল, আর্থিক কারণে আর্জেন্টাইন কিংবদন্তির কাতালান ডেরায় ফেরা ক্রমশই অনিশ্চয়তার দিকে ঝুঁকছে। সে সুযোগ নিতে চাচ্ছে আল হিলাল। ৪০০ মিলিয়ন ইউরো বেতনে মেসিকে দলে টানতে চাচ্ছে তারা।
মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির আর্থিক পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে বার্সা। কাতালান ক্লাবটি চাচ্ছে, মেসির সঙ্গে চুক্তি করুক মিয়ামি, তারপর ধারে মেসিকে নেবে বার্সা।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, ফ্রি এজেন্ট হিসেবে মেসি মিয়ামিতে যোগ দিলে সেখান থেকে ৬-১৮ মাসের জন্য ধারে নেবে বার্সা। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটির মালিকপক্ষ জর্জ, হোসে মাস ও ডেভিড বেকহ্যাম সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সেটি জানায়নি সংবাদমাধ্যমটি।








