এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আর্সেনালকে হারিয়ে দুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন। ক্লাবটির ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে তারা। আনন্দে ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসবে নেমেছিল সমর্থকরা। এসময় গাড়ি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়, তাদের সবশেষ অবস্থা জানা যায়নি। প্যারিসের এক পুলিশ অফিসার জানিয়েছেন, কার দুর্ঘটনাটি ফেমড চ্যাম্পস এলিসি এভিনিউয়ের কাছে ঘটে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। তবে ওই পুলিশ অফিসার নাম প্রকাশ করতে চাননি।
পিএসজির ফাইনালে ওঠা নিয়ে শহরজুড়ে উদযাপনে মেতেছিল সমর্থকরা। উদযাপন কেন্দ্রিক বিভিন্ন ঘটনায় দলটির ৪৩ সমর্থককে আটক করেছে পুলিশ। ঠিক কী কারণে পিএসজির এসব সমর্থক আটক হয়েছে সে সম্পর্কে বলেনি পুলিশ।
এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ৩১মে জার্মানির মিউনিখে ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে দুদল।








